• Saturday, Dec 2025

Suggested:

একটা মহল আমার পেছনে লেগে আমার এই সর্বনাশ করেছে: চিত্রনায়িকা মুনমুন

Sexy Clutches: How to Buy & Wear a Designer Clutch Bag

নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। ১৯৯৬ সালে ঢালিউডে অভিষেক হয় তাঁর। ওই সময় চলচ্চিত্রে অ্যাকশন নায়িকা হিসেবে বেশ পরিচিত পান তিনি। একাধিক লেডি অ্যাকশন ঘরানার সফল ছবি উপহার দিলেও একটা সময় তাঁর ছবিতে ‘অশ্লীলতা’র তকমা লেগে যায়। সেই আলোচনা-সমালোচনার মধ্যে ২০০৩ সালে এসে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা। এ পর্যন্ত আশির অধিক ছবিতে অভিনয় করেছেন মুনমুন। অনেক দিন পর ‘রাগী’ নামে তাঁর নতুন একটি ছবি মুক্তি পেয়েছে । ছবিতে প্রথমবারের মতো খলনায়িকা হিসেবে দেখা গেছে তাঁকে। সিনেমাজীবন, ব্যক্তিজীবন—এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

 

 

ভালো সাড়া পাচ্ছি। আমার ছবি দেখতে এত মানুষ আসবে বুঝিনি, কল্পনাও করিনি। সেই ২০০৩ সাল থেকে নিয়মিত সিনেমা করা ছেড়ে দিয়েছি। অনেক দিন পর দর্শকের সামনে এলাম। তা-ও আবার ভিন্নরূপে। ভেবেছিলাম, মানুষ ভুলে গেছে আমাকে। মধ্যে বিচ্ছিন্নভাবে দু-একটা কাজ করেছি। আমরা কয়েকজন ‘রাগী’ দেখতে মধুমিতা, চিত্রামহল ও নিউ গুলশান সিনেমা হলে গিয়েছিলাম। আমাদের ঘিরে দর্শকের যে আগ্রহ দেখেছি, খুব ভালো লেগেছে। দর্শকেরা আমাকে এখনো পর্দায় দেখতে চান, হলে গিয়ে বুঝতে পারলাম। নায়িকা থেকে খলনায়িক—আমাকে নতুনভাবে দেখেছেন দর্শক। ছবির পরিচালককে ধন্যবাদ জানাই। তিনি এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজের সুযোগ দিয়েছেন। প্রথম দিন কয়েকটি হলে গিয়ে দর্শকের চাপে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম।

 

অনেক দিন পর অভিনয় করার মতো, কাজ করার মতো চরিত্র পেয়েছি ‘রাগী’ ছবিতে। চরিত্রটির ওজন আছে। লেডি ভিলেন। ছবিতে আমার এন্ট্রিটাও দারুণ হয়েছে। এ  রকমের গল্প বা কাজ করার মতো চরিত্র পেলে অবশ্যই কাজ করব। এখন আমাকে যদি দুই-তিনটা সংলাপ ধরিয়ে দিয়ে কলাগাছের মতো দাঁড় করিয়ে রাখে, নামেই থাকল যে ছবিতে মুনমুন আছে, তাহলে তো সেখানে কোনো কিছুই করার সুযোগ থাকল না। কিন্তু কাজ করার মতো চরিত্র হলে অবশ্যই করব। কারণ, আমি তো শিল্পী। একসময় এটি আমার পেশা ছিল। হয়তোবা মাঝখানে সে রকম ভালো অফার পাইনি। এ জন্য বিরতি দিয়ে কাজ করেছি। তবে নিয়মিত কাজ করতে আরও একটু সময় নিতে চাই। আগে দেখি, ‘রাগী’ ছবির মতো চিত্রনাট্য, চরিত্র আসে কি না।