• Saturday, Dec 2025

Suggested:

ভারতে খুচরা বিক্রি বেড়েছে

Sexy Clutches: How to Buy & Wear a Designer Clutch Bag

ভারতে গত সেপ্টেম্বর মাসে খুচরা ব্যবসা বেড়েছে। দেশটির খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (আরএআই) সমীক্ষা বলছে, খুচরা ব্যবসা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। অর্থাৎ প্রাক-করোনা পর্ব ছাপিয়ে গিয়েছে উৎসবের মৌসুমের শুরুর দিকের ব্যবসা। দক্ষিণ ভারতে তার বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ২৩ শতাংশ। পূর্বাঞ্চলে বেড়েছে ২০১৯ সালের চেয়ে ১৭ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে এবারের বিক্রির তুলনা করলে পুরো ভারতে বৃদ্ধির হার প্রায় ১৭ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, মহামারির আগের তুলনায় এ বছরের সেপ্টেম্বর মাসে খুচরা ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে খাবার ও মুদি পণ্যের ব্যবসা। এর হার ৫৬ শতাংশ। দ্রুত খাবার পাওয়া যায়, এমন রেস্তোরাঁ ব্যবসার (কুইক সার্ভিস রেস্তোরাঁ) প্রবৃদ্ধির হার ছিল ৪৮ শতাংশ। ক্রীড়া সরঞ্জাম, ভোগ্যপণ্য, জুতা, বস্ত্র ও পোশাক সব ক্ষেত্রেই ব্যবসা করোনার আগের সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রসাধনী ও গয়নার ব্যবসায় বৃদ্ধি কিছুটা কম। খবর ইকোনমিক টাইমসের

আরএআইয়ের সিইও কুমার রাজাগোপালনের বক্তব্য, এবার কেনাকাটা করা বা আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করায় বাধা ছিল না। ফলে সব ধরনের পণ্যের ব্যবসাতে বৃদ্ধির ছবি স্পষ্ট। তাঁদের দাবি, মানুষ শুধু নিজের জন্য নয়, প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য দোকান ও বাজারে ভিড় করেছেন। তাই উৎসবের সূচনাতে ফিরেছে সেই চেনা আমেজ।

উৎসবের মৌসুমের বাকি সময়ে এ ধারা বজায় থাকবে বলে আশাবাদী ব্যবসায়ীদের আরেক সংগঠন সিএআইটি। তাদের ধারণা, গোটা মৌসুমে বাজারে প্রায় ২.৫০ লাখ কোটি রুপির পুঁজি ঢুকবে।