• Saturday, Dec 2025

Suggested:

রাজ্যকে নিয়েই আমার যত ব্যস্ততা: পরীমণি

Sexy Clutches: How to Buy & Wear a Designer Clutch Bag

পরীমণি। ঢাকাই ছবির এ অভিনেত্রীর আজ জন্মদিন। নিজের জন্মদিন এলেই তিনি তাঁর নানিকে মিস করেন। তবে এবারের জন্মদিনটি তাঁর জন্য বিশেষ। কারণ এবার কেক কাটবেন পুত্র রাজ্যকে নিয়ে। কথা হলো তাঁর সঙ্গে-

জন্মদিনে সমকালের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দিনটি কীভাবে উদযাপন করছেন?
সমকালকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আমি আমার অগণিত ভক্তকে বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ আর সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। সন্ধ্যায় আমার পরিচিত বন্ধুদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করেছি। এখানেই আজ আমার ভক্তদের জন্য রয়েছে দারুণ এক সারপ্রাইজ; যা এখনই বলছি না।

জন্মদিন এলে এখন কী মনে হয়?
জন্মদিন এলেই মনে হয়, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি [হাসি]। যদিও সবাই আমাকে এখনও পিচ্চি বলেই ডাকে। কী জানি, কেন সবার কাছে আজও পিচ্চি, সেটা জানি না। তবে পিচ্চি শুনতে কিন্তু ভালোই লাগে। এখন এই পিচ্চির আবার একটি পিচ্চি হয়েছে। [হাসি]

আপনার কাছে জীবনের সংজ্ঞা কী?
জীবন সুন্দর। প্রতিটি মুহূর্ত ভালোবাসার নাম জীবন, ভালো থাকার নাম জীবন। অথচ আমরা ভালো থাকতে চাই না! সব সময় অন্যের সাফল্যকে নিজের জীবনের সঙ্গে মেলাতে থাকি।

এমন কোনো ঘটনা, যার জন্য মনে হয় তারকা না হলেই বোধ হয় ভালো হয়?
আমি অনেকের শত্রু হয়ে গেছি। মাঝেমধ্যে মনে হয়, সাফল্য আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া একটা বিষয় আমাকে খুব কষ্ট দেয়। আমাদের দেশের শিল্পীদের যথাযথ সম্মান করা হয় না।

এবার পুত্র রাজ্যকে নিয়েই বলুন?
সবার ভালোবাসা আর দোয়ায় আমার সন্তান সুন্দর-সুস্থতার মধ্য দিয়েই বেড়ে উঠছে। ওকে নিয়েই এখন আমার শত ব্যস্ততা। রাজ্যের সময়ের সঙ্গেই আমার সময় মিলিয়ে নিয়েছি। ও যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। পুত্রের সঙ্গে হাসি আর আনন্দে কেটে যাচ্ছে আমার সময়গুলো।

চলচ্চিত্রের কাজ মিস করছেন না?
একেবারে মিস যে করি না, তা নয়। একসময় তো আবার কাজ শুরু করব। তবে কাজে ফিরতে আমার কোনো তাড়াহুড়ো নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না। যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই ফিরব। তবে তারও আগে নিজেকে ঠিকঠাক করে, উপযুক্ত হয়েই কাজে ফিরব।

শুনলাম, লেখক পরিচয়ে হাজির হচ্ছেন?
ঠিকই শুনেছেন। এবার কাহিনিকার হিসেবে হাজির হচ্ছি। আমার লেখা 'নতুন জন্মের গল্প' নিয়ে একটি কাজ করবেন রুদ্র হক। আপাতত এতটুকুই বলছি, এর বেশি বলতে চমক নষ্ট হয়ে যাবে। জন্মদিনের আয়োজনের জন্য কিছুটা তোলা থাক।