• Saturday, Jan 2026

Suggested:

৩২ বছরের ছোট বিদেশিনীকে বিয়ে, ট্রোলের শিকার অভিনেতা বাবুল

Sexy Clutches: How to Buy & Wear a Designer Clutch Bag

টলিউডে প্রেমের সুর। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন তামিল ছবি এবং টেলিভিশন অভিনেতা বাবুল পৃথ্বীরাজ (Babloo Prithiveeraj)। অভিনয়ের জন্য তাঁর সুখ্যাতি নতুন নয়।

কিন্তু, এবার জীবনের সবথেকে ভালো মুহূর্তের ছবি শেয়ার করেও সমালোচনার শিকার হতে হল তাঁকে। বাবুল পৃথ্বীরাজ সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন নিজের থেকে ৩৩ বছরের ছোট বছর ২৪-এর মালয়েশিয়ান তরুণীর সঙ্গে।

এই খবর জানাজানি হওয়ার পরেই একদিকে যেমন শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেতা তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, ৫৬ বছর বয়সী বাবুল বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এক মালয়েশিয়ান তরুণীকে। প্রথমে বিয়ের বিষয়টি গোপনই রেখেছিলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এই খবর জানাজানি হলে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই মালয়েশিয়াতেই বিয়ে করে ফিরেছেন তিন