২৫ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেল অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত বারুচা অভিনীত ছবি রাম সেতু (Ram Setu)। একই দিনে দর্শকের দরবারে এল অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত থ্যাঙ্ক গড। বক্স অফিসে দুটি ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই এসে গেল আরও একটি সুখবর।
খুব শীঘ্রই ডিজিচাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি রাম সেতু। কবে মুক্তি পাবে সেই নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে জানা যাচ্ছে আগামী ডিসেম্বরের শেষেই মুঠোফোনে বন্দি হবে রাম সেতু। ডিজিটাল প্ল্যটফর্ম আমাজন প্রাইমের দর্শক ঘরে বসে রাম সেতু দেখার মজা উপভোগ করতে পারবে। তবে এই মুহূর্তে টিনসেল টাউনের অন্দরে দুটি ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন ছবি এগিয়ে গেল তা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহের পারদ চড়ছে।
সুত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও রাম সেতুর নির্মাতার মধ্যে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়নি। স্বভাবত বড় পর্দায় ছবি মুক্তির দুমাসের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকের কাছে সেই ছবি পৌঁছে যায়। সেই জন্যই মনে করা হচ্ছে ক্রিসমাসের মরশুমেই ডিডিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে রাম সেতু (Ram Setu May Release On OTT Platform Amazon Prime)।